পশ্চিমবঙ্গের ত্রিবেণী বাঙ্গালীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। বছরের পর বছর ধরে মুনিঋষিদের পদধুলিতে পবিত্র এই ছোট্ট শহরের আধ্যাত্মিক পরিমণ্ডলে গুরুত্ব অপরিহার্য। প্রাচীনকালে মুনিঋষিরা জপ-তপ করতে আসতেন এই ত্রিবেণী সঙ্গমে। গঙ্গার সঙ্গে অপর দুই শাখা নদী যমুনা ও সরস্বতীর মিলিত স্থান ত্রিবেণীসঙ্গমে ৭০৩ বছর পর পুনরায় অনুষ্ঠিত হতে চলছে কুম্ভস্নান। আজ থেকে ৭০৩ বছর আগে জাফর খাঁ গাজী ত্রিবেণীতে বিষ্ণু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করে। সেই সময় থেকে কুম্ভস্নান ও মেলা বন্ধ হয়ে যায়। ১৩১৯ খ্রিষ্টাব্দের পর এবছর ২০২২ সালে ফের অনুষ্ঠিত হলো ত্রিবেণীতে কুম্ভস্নান।











