নিজেদের সনাতনী সমাজের সংখ্যা বৃদ্ধির কাজ হিন্দু সংহতি নিরলসভাবে করে চলেছে। হিন্দু সংহতির উদ্যোগে দঃ চঃ পরগণা জেলার বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া অঞ্চলের সোনাখালির শুভেন্দু নস্করের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কাশীপুর থানা (ভাঙ্গর ২ ব্লক) এলাকার সুহানা মোল্লা আজ থেকে সুস্মিতা নস্কর। হিন্দু গৃহবধূ। সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মৃত্যুঞ্জয় মন্ডলের সাথে বিশ্বনাথ পানিগ্ৰাহী, তন্ময় হাউলি, শানু মৃধার মত সক্রিয় কার্যকর্তারা উপস্থিত থেকে শুভকাজটি সুসম্পন্ন করিয়েছেন।
সুস্মিতাকে আমাদের সনাতনী জীবনধারায় সুস্বাগতম জানিয়েছেন হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য্য।


