মকর সংক্রান্তি উপলক্ষ্যে হিন্দু সংহতির পক্ষ থেকে প্রান্তিক হিন্দুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুরে (পূর্বপাড়া ও মধ্যপাড়া এলাকায়)। সঠিক শীতবস্ত্র না থাকার কারণে শীত মানেই এই ব্যক্তিদের কাছে আতঙ্ক। এইরকম দুঃস্থ ব্যক্তিদের, যারা আসতে পেরেছেন, তাদের এক জায়গায় ডেকে, যারা আসতে সক্ষম নয় তাদের বাড়ীতে গিয়ে ভারী ডাবল বেডের কম্বল তুলে দেওয়া হলো হিন্দু সংহতির গঙ্গারামপুর ইউনিটের পক্ষ থেকে। সেইসঙ্গে মকর সংক্রান্তি উপলক্ষ্যে উপস্থিত সকলকে তিলের নাড়ু খাওয়ানো হলো। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী রজত রায় সহ লোকাল নেতৃত্ব।









