ঠান্ডার প্রকোপে বহু প্রান্তিক হিন্দু পরিবারের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। শীতবস্ত্রের অভাবে তাদের অবস্থা নিতান্তই বেহাল। এই বিষয়টিকে মাথায় রেখে হিন্দু সংহতির (“সঞ্জীবন” সেবা প্রকল্প) উদ্যোগে ১০০ দুঃস্থ ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হলো। হাওড়া জেলার আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কলসডিহি গ্রামে। উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুন্দ কোলে মহাশয় ও অন্যান্যরা।




