ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের মাটিতে ইসলামিক মৌলবাদীদের দাপট অব্যাহত। অত্যাচার ও জোর করে ইসলামে ধর্মান্তরণের জেরে কোনঠাসা অবস্থা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মনুষজন। পরিস্থিতি এমন যে হিন্দু তরুণীদের অপহরণ করে ইসলামে ধর্মান্তরণ করার ঘটনা অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এমনই একটি ঘটনার খবর এলো পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক হিন্দু তরুণীকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে গেল কয়েকজন লোক। তারপর ওই তরুণীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে জানা গেল যে ঐ তরুণীকে ইসলামে ধর্মান্তরণ করানো হয়েছে এবং অপহরণকারী মুসলিম যুবকের সঙ্গেই তাঁর বিবাহ দেওয়া হয়েছে।
এই হৃদয় বিদারক ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেছেন বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা। ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েকজন লোক ওই তরুণীকে টানতে টানতে গাড়িতে তুলছেন। তরুণীটি বাঁচতে চেয়ে আর্ত চিৎকার করলেও আশেপাশের লোকজন নীরব। কেউ ওই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের উমেরকোট শহরের। ঘটনার দিন অর্থাৎ ২০শে ডিসেম্বর দুপুরের দিকে উমেরকোট শহরের সেশন্স কোর্টের সামনে থেকে হরিয়ান মেঘওয়ার(১৯) নামে ওই হিন্দু তরুণীকে অপহরণ করা হয়। পরে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর ওই তরুণীকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয় এবং ভাই খান নামে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।