হিন্দু সংহতির বালুরঘাট বিধানসভা কমিটির পক্ষ থেকে বালুরঘাট (সদর) মহকুমা শাসকের নিকট আজ তিনটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হলো। ১৯৭১ এর ভারত পাকিস্তান যুদ্ধে হিলি, বগুড়া, রংপুর এই বিস্তীর্ণ এলাকার ভারতীয় সেনার অধিনায়ক ছিলেন মেজর জেনারেল লছমন সিং লাহেল (২০ মাউন্টেন ডিভিশনের অধিনায়ক)। তিনি যুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনার দিকে বালুরঘাটবাসীর সাহসিকতাপূর্ণ অসামরিক সহযোগিতা প্রদানের বিষয়টি লক্ষ্য করে যুদ্ধজয়ের স্মারক হিসেবে পাকিস্তানি বাহিনীর থেকে ছিনিয়ে নেওয়া একটি বৃটিশ স্যাফে ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যান। সেই বিষয়টিকে মাথায় রেখে হিন্দু সংহতির তিনটি দাবি :—
১) বালুরঘাটে স্থাপিত ওই ট্যাঙ্কটির পাশে মেঃ জেঃ লছমন সিং লাহেলের একটি স্ট্যাচু স্থাপন ও তার নামে বালুরঘাটের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ।
২) ভারতীয় সেনার পক্ষ থেকে ওই ট্যাঙ্কটিকে কেন বালুরঘাটকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল তার বহুল প্রচার।
৩) ওই যুদ্ধ চলাকালীন সময়ে(১৮ ই ডিসেম্বর পর্যন্ত ওই ফ্রন্টে যুদ্ধ হয়েছিল) বালুরঘাটবাসীর সঠিক ও গৌরবময় ভূমিকা পালন করার ইতিহাসের বহুল প্রচার।
সদর মহকুমা শাসক মাননীয় সুমন দাশগুপ্ত দীর্ঘক্ষণ ধরে আমাদের প্রতিনিধি দলের সাথে দাবিগুলি নিয়ে আলোচনা করেন। হিন্দু সংহতির পক্ষ থেকে রাখা দাবিগুলির গভীরতার কথা উল্লেখ করে কথা দেন যে তার পক্ষে এই সংক্রান্ত বিষয়ে যতটা করা সম্ভব তিনি অবশ্যই করবেন।