স্বেচ্ছায় পূর্বপুরুষের হিন্দু ধর্মে ফিরলেন বাঁকুড়ার এক মুসলিম পরিবার। ইতিমধ্যে আদালতে হলফনামা দিয়ে নিজেদের নাম পরিবর্তনের প্রক্রিয়াও সেরে ফেলেছেন তাঁরা।
বাঁকুড়ার ওই পরিবার বিগত ২০০৯ সাল থেকেই হিন্দু ধর্মে ফেরার তাগিদ অনুভব করছিলেন। কিন্তু পূর্বপুরুষের ধর্মে ফেরার ক্ষেত্রে কারওর সহযোগিতা তেমন পাননি তাঁরা। অবশেষে হিন্দু সংহতির সঙ্গে যোগাযোগ হয় তাদের। তারপরই ‛ঘরে ফেরার’ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পূর্বপুরুষের ধর্মে ফেরার পর বাবলু শেখ হলেন বাবলু দাস, চম্পা বিবি হলেন চম্পা দাস, নাজমা খাতুন হলেন সরস্বতী দাস এবং সুইটি বিবি হলেন নন্দিতা দাস।
গতকাল তাদের আমন্ত্রণে বাড়িতে যান হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য ও অন্যতম কার্যকর্তা শ্রী টোটন ওঝা। তাঁরা পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।