সামনেই ধর্ম সন্ন্যাসী ও রাস মেলার পূজা। কিন্তু এমন এক সময়ে উদ্বেগজনক খবর এলো উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থেকে। প্রাপ্ত খবর অনুযায়ী, স্বরূপনগর থানার অন্তর্গত পূর্বপোতা গ্রামে নির্মীয়মান ধর্ম সন্ন্যাসীর মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এর পাশাপাশি রাস মেলার জন্য তৈরি বেশ কয়েকটি মূর্তিও ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, আজ সকালে স্থানীয় কয়েকজন হিন্দু বাসিন্দা দেখেন যে পূজার জন্য নির্মিত মূর্তির ভাঙা অংশ এখানে ওখানে পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দুরা ভিড় জমান। তাঁরা অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। তারপর সকলে ভাঙা ঠাকুরের মূর্তি ভ্যানে তুলে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মিছিল আটকানোর চেষ্টা করলেও স্থানীয়দের কাছে হার মানে তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
স্থানীয় হিন্দু বাসিন্দাদের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরেই স্থানীয় কিছু মুসলিম দুষ্কৃতীরা পূজা বন্ধ করার জন্য নানা রকম সমস্যার সৃষ্টি করে আসছে। তাঁরা পূজা বন্ধ করার জন্য নানারকমভাবে ধমকি দিয়ে আসছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ওই মুসলিম দুষ্কৃতীরাই মূর্তি ভাঙচুরের মতো জঘন্য কান্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।