ইউনিয়ন সদর-এর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতলেন হিন্দু সংখ্যালঘু প্রার্থী শ্রীমতি পুতুল রানী। সব ধর্মের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সবার জন্য কাজ করবেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালে ইসলামিক মৌলবাদীদের হামলায় বিধ্বস্ত হয়েছিলেন নাসিরনগরে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সেই সময় কয়েকশ হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল ইসলামিক মৌলবাদীরা। দেশের দুর্বল আইনের সুযোগ নিয়ে ইতিমধ্যেই জামিন পেয়েছেন হামলার প্রধান ষড়যন্ত্রকারীরা।
কিন্তু এ বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর সদর আসনে আওয়ামী লীগের তরফে প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় হিন্দু সংখ্যালঘুদের ওপরে হামলায় অভিযুক্ত এক ইসলামিক মৌলবাদিকে। কিন্তু সেই খবর ছড়িয়ে পড়তেই হিন্দু ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। দাবি উঠতে থাকে যে একজন হিন্দুকে টিকিট দিতে হবে। শেষমেশ মৌলবাদী প্রার্থীর নাম বাতিল করে শ্রীমতি পুতুল রানীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। গত ১২ই নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা যায় যে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের টিকিটে লড়াই করা হিন্দু প্রার্থী শ্রীমতি পুতুল রানী।