ভারতের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করতে একাধিক খালিস্তানপন্থী সংগঠন নিরন্তর কাজ করে চলেছে ভারতের মাটিতে। কিন্তু সেই সব সংগঠনগুলির ফান্ডিং, নৈতিক সমর্থন আসছে বিদেশের মাটি থেকে। মূলত কানাডা খালিস্তানপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে সবরকম সমর্থন দিয়ে চলেছে। এবার সেই সব সংগঠনগুলির কার্যকলাপের তদন্তে কানাডা পৌঁছে গেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)-এর একটি টিম।

জানা গিয়েছে, গত ৫ই নভেম্বর NIA-এর টিম কানাডা পৌঁছে গিয়েছে। তিন সদস্যের ওই টিম চার দিন কানাডার বিভিন্ন শহরে খালিস্তানী উগ্রপন্থী সংগঠনের বিষয়ে তদন্ত করবে। তাঁরা মূলত খালিস্তানী উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত কানাডার একাধিক সংস্থা এবং তাদের দ্বারা করা অর্থ সাহায্যের খোঁজ খবর করবে।
কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে জারি করা যাক বিবৃতিতে জানানো হয়েছে যে, NIA-কে এই তদন্তে সহযোগিতা করবে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সূত্রের খবর, মূলত শিখ ফর জাস্টিস(SFJ), খালসা এইড ইত্যাদি সংগঠনের বিষয়ে খোঁজখবর করবে NIA।
উল্লেখ্য, ভারতের নতুন কৃষি আইন নিয়ে তথাকথিত কৃষকদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের মদত রয়েছে, এমন অভিযোগ উঠেছে বারবার। এমনকি তথাকথিত কৃষকদের বিক্ষোভে খালিস্তানী পতাকা এবং খালিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে। এছাড়াও, কৃষক বিক্ষোভকে সমর্থন করে খালিস্তানী উগ্রপন্থী সংগঠনের নেতা গুরুপন্ত সিং পান্নু ভারত ভাঙ্গারও ডাক দিয়েছিলেন। আর সেই কারণেই বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত। আর তাই খালিস্তানী উগ্রপন্থীদের খোঁজে কানাডা পৌঁছে গেল NIA-এর বিশেষ টিম।