স্বামী বিবেকানন্দ বলতেন, “তোমাদের দেবদেবীগণের দিকে তাকাও। কি দেখিতেছো? কালীর হাতে রক্তাক্ত খড়্গ, দুর্গার হাতে দশপ্রহরণ। এই মহাশক্তির আরাধনা করিয়া কেহ কখনো দুর্বল হইতে পারে?” স্বামীজী এটাও বলতেন,”তুমি সংসারী মানুষ। তোমাকে যদি কেউ এক চড় মারে তবে তুমি যদি সাত চড় ফিরিয়ে না দাও, সেটা অধর্ম।”
এই কথাগুলিকে যে এলাকার হিন্দুরা অনেকটা পরিমাণ আত্মস্থ করেছে, বহুবার তার বাস্তব প্রয়োগ দেখিয়েছে, হিন্দু সংহতির শক্ত সেই গড় দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লক।
বাংলাদেশের হিন্দুদের উপর নারকীয় নিপীড়নের প্রতিবাদে হিন্দু সংহতি বাসন্তী বিধানসভার উদ্যোগে গত ৩১শে অক্টোবর সোনাখালি চৌমাথা সেকে কুলতলী বাজার পর্যন্ত ধিক্কার মিছিলে জনসমুদ্রের রূপ নিয়েছিলো, পায়ে পা মিলিয়ে হাঁটেন হাজার হাজার মানুষ। মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য্য ও সহ সভাপতি আইনজীবি শান্তনু সিংহের জোরালো বক্তব্য। বাসন্তী ব্লকের সোনাখালী থেকে কুলতলি সেদিন প্রত্যক্ষ করেছে বাংলাদেশের হিন্দুদের প্রতি হিন্দু সংহতির সহমর্মিতাকে।