ইসলাম ত্যাগ করছেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির কন্যা, শুদ্ধির মাধ্যমে ফিরবেন হিন্দু ধর্মে
অমিত মালী
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। আর সেই দেশের প্রথম রাষ্ট্রপতির কন্যা ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে শুদ্ধি অনুষ্ঠানের(ইন্দোনেশিয়ার ভাষায় ‛শুদ্ধি বাদানা’) মাধ্যমেই হিন্দু ধর্ম গ্রহণ করবেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন সুকর্ণ। তাঁর কন্যা সুকমাবতী সোয়েকর্ণপুত্রী। তিন সন্তানের জননী সুকমাবতীর বর্তমান বয়স ৭০ বছর। তিনি বালীর সুকর্ণ সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করার কথা জানিয়েছেন। গত ২২শে অক্টোবর তারিখে এই সিদ্ধান্তের কথা জানান।এই সিদ্ধান্তকে তাঁর তিন সন্তানও সমর্থন জানিয়েছে।
জানা গিয়েছে যে, আগামী ২৬শে অক্টোবর, মঙ্গলবার বালীর সুকর্ণ সেন্টারে শুদ্ধি অনুষ্ঠান হওয়ার কথা। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকবি, সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। শুদ্ধি অনুষ্ঠানের আয়োজনও চলছে জোরকদমে।
সোয়েকর্ণপুত্রী পরিবারের তরফে আর্য বেদকর্ণ জানান যে, পূর্বপুরুষের ধর্মে ফিরে যাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে সুকমাবতীর। তিনি তাঁর দিদিমা ইদা নৌমন রায় শ্রীমবেন-এর দ্বারা প্রভাবিত ছিলেন এবং যিনি বালীর বাসিন্দা এবং ধর্ম সূত্রে হিন্দু ছিলেন।
প্রসঙ্গত, সুকমাবতীর এমন ঘোষণায় আলোড়ন সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়ান মিডিয়ায়। ইতিমধ্যে একাধিক মিডিয়া হাউস এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে এই অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও ক্যাবিনেট মন্ত্রীদের আমন্ত্রণ জানানোয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার এই যে, পূর্বপুরুষের হিন্দু ঐতিহ্যকে সম্মান জানাতে সুকমাবতীর শুদ্ধি অনুষ্ঠানে তাঁরা উপস্থিত হন কিনা।