আকাশ বন্যায় বৃষ্টির জলে হাওড়া জেলার আমতা বিধানসভা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো। প্রথম থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে চলেছে হিন্দু সংহতির সঞ্জীবন প্রকল্প। প্রায় দু-মাস ধরে বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ত্রিপল, বাচ্চাদের খাবার, প্রয়োজনীয় ঔষধ দিয়ে সহযোগিতা করছে সঞ্জীবন।
গত ১২ই আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চল শিবতলায় ৩০টি পরিবারের হাতে নতুন ত্রিপল তুলে দেওয়া হয়েছে।

গত ১৩ই আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের ডি পাড়ায় ৬০টি পরিবারের বাচ্চাদের গুঁড়ো দুধের প্যাকেট ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে।
গত ১৬ই আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের খাজুরদহ গ্রামে ৫০টি পরিবারকে মুড়ি, চিড়ে, বিস্কুট ও চানাচুর দেওয়া হয়েছে।
গত ১৭ই আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের ধাড়া পাড়ায়, অমরাগড়ী অঞ্চলের চকশালিকা গ্রমে ও ঝিকিরা অঞ্চলের দুর্গাপুর ও শিবগাছিয়া গ্রামের একশোর বেশি পরিবারকে নতুন ত্রিপল দেওয়া হয়েছে।

গত ১৯শে আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কামারখোলা গ্রামে ২৫টি পরিবার কে নতুন ত্রিপল দেওয়া হয়েছে।
গত ২০শে আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কলসডিহি গ্রামে ৪০টি পরিবারের শিশুদের দুধ ও বিস্কুট দেওয়া হয়েছে।
গত ২২শে আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কামারগড়ি গ্রামে রাখিবন্ধন উৎসব পালনের মাধ্যমে ৭৫টি পরিবারের বাচ্চাদের হাতে দুধ, বিস্কুট, কেক ও কলা দেওয়া হয়েছে।
গত ২৩শে আগস্ট আমতা বিধানসভার গাজীপুর অঞ্চলের পশ্চিম গাজীপুর দেনপাড়ায় ৪৫টি পরিবারের বাচ্চাদের দুধ ও বিস্কুট দেওয়া হয়েছে।
গত ২৯শে আগস্ট আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কলসডিহি গ্রামে ৪০টি পরিবারের বাচ্চাদের কেক, বিস্কুট, কলা ও চিড়ে ভাজা দেওয়া হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর আমতা বিধানসভার ঝামটিয়া, কাশমলী অঞ্চল ও খাজুরদহ গ্রামে ৪৫টি পরিবার কে নতুন ত্রিপল দেওয়া হয়।।
এই কাজে যাঁরা সহযোগিতা করতে ইচ্ছুক, তাঁরা নিচের ব্যাঙ্ক একাউন্টে সহযোগ নিধি প্রদান করতে পারেন।

Hindu Samhati.
A/C No: 35195690885.
State Bank Of India.
Branch: B.K Paul Avenue. Kolkata.
IFSC: SBIN0001767.