
হিন্দু সংহতি বাসন্তী বিধানসভার পক্ষ থেকে পালিত হল হিন্দু প্রতিরোধের দিন ১৮ই আগস্ট। ১৯৪৬ সালে ১৬ই আগস্ট পাকিস্তানের দাবিতে মুসলিম লীগের পক্ষ থেকে ডাইরেক্ট একশনের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার জিহাদী মুসলিমরা হিন্দু গণহত্যা শুরু করেছিল, ১৬ এবং ১৭ আগস্ট ব্যাপকহারে হিন্দু গণহত্যা হয়, কিন্তু ১৮ই আগস্ট হিন্দুরা প্রতিরোধ শুরু করে। তাই এই ১৮ই আগস্ট দিনটিকে হিন্দুদের প্রতিরোধ দিবস হিসেবে উদযাপন করল হিন্দু সংহতি। হিন্দু সংহতি বাসন্তী ব্লকের মৃত্যুঞ্জয় মন্ডল এর উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এছাড়াও হিন্দু সংহতি পক্ষ থেকে উপস্থিত ছিলেন শান্তনু সিংহ, সাগর হালদার, সুন্দর গোপাল দাস, মিলন ওঝা এবং শানু মৃধা।