
আজ আমতা বিধানসভার অন্তর্গত বিকেবাটী অঞ্চলের বিনলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারকে নতুন ত্রিপল দিয়ে সহযোগিতা করলো হিন্দু সংহতি। হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুন্দ কোলের নেতৃত্ব এই কর্মসূচি নেওয়া হয়েছিলো।
#সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে এই ধরনের সেবামূলক কাজ আগামী দিনেও চলতে থাকবে।

এই কাজে যাঁরা সহযোগিতা করতে ইচ্ছুক, তাঁরা নিচের ব্যাঙ্ক একাউন্টে সহযোগ নিধি প্রদান করতে পারেন।

Hindu Samhati.
A/C No: 35195690885.
State Bank Of India.
Branch: B.K Paul Avenue. Kolkata.
IFSC: SBIN0001767.