বৃষ্টির জলে বানভাসি গ্রাম। বন্যার জল ঢুকে গেছে বাড়িঘরে। বহু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। গবাদি পশুর থাকার জায়গাটুকুও জলের তলায়। কেউ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে, কেউ রাস্তার ওপর বাঁশ পুঁতে ত্রিপল খাটিয়ে কোন রকম মাথা গোঁজার ঠাঁই করতে পারলেও অন্নের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে। এমন একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সেই সব দুর্দশাগ্ৰস্ত হিন্দু মানুষদের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে হিন্দু সংহতির সেবামূলক প্রকল্প “সঞ্জীবন”।

আজ বাসন্তী বিধানসভার উত্তর মোকামবেরিয়া অঞ্চল, রামচন্দ্রখালি অঞ্চল ও বাসন্তী অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক পরিবারকে চাল, ডাল, আলু, সোয়াবিন, পেঁয়াজ দিয়ে সহযোগিতা করা হলো হিন্দু সংহতির পক্ষ থেকে। হিন্দু সংহতির কেন্দ্রীয় সম্পাদক মৃত্যুঞ্জয় মন্ডল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাগর হালদার, কেন্দ্রীয় সহ-সভাপতি শান্তনু সিংহ, কেন্দ্রীয় সহ-সভাপতি ঋত্বিক গাঙ্গুলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা সঞ্জীবন প্রকল্পের ইনচার্জ শ্রী সুজিত মাইতি, কেন্দ্রীয় সম্পাদক টোটন ওঝা ও বাসন্তী বিধানসভার কনভেনার শানু মৃধার নেতৃত্ব এই কর্মসূচি সম্পূর্ণ হয়।

আপরদিকে হাওড়া জেলার আমতা বিধানসভার ঝামটিয়া অঞ্চলের কামারগড়ি গ্রামে এবং জয়পুর অঞ্চলের কুন্দুলিয়া গ্রামে ৫০টি পরিবারকে হিন্দু সংহতির পক্ষ থেকে সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ কোলের নেতৃত্বে ত্রিপল দিয়ে সাহায্য করা হল। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে এই ধরনের সেবামূলক কাজ আগামী দিনেও চলতে থাকবে।

এই কাজে যাঁরা সহযোগিতা করতে ইচ্ছুক, তাঁরা নিচের ব্যাঙ্ক একাউন্টে সহযোগ নিধি প্রদান করতে পারেন।
Hindu Samhati.
A/C No: 35195690885.
State Bank Of India.
Branch: B.K Paul Avenue. Kolkata.
IFSC: SBIN0001767.