হিন্দু সংহতির সমাজসেবামূলক প্রকল্প “সঞ্জীবন”। লড়াকু হিন্দু পরিবারদের চিকিৎসা সংক্রান্ত, রক্তের চাহিদা পূরণ, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি সমাজসেবামূলক কাজের জন্য এই প্রকল্প চালু করেছে হিন্দু সংহতি। ইতিমধ্যে সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে অনেক থালাসেমিয়া রোগীকে রক্ত প্রদান করা হয়েছে, অনেককে চিকিৎসাজনিত সহযোগিতা করা হয়েছে, বন্যা দুর্গত মানুষদের সাহায্য করা হয়েছে।
আজ সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে হাওড়া জেলার আমতা বিধানসভার অধীনে গাজীপুর অঞ্চলের ঘোষপাড়া ও ঝামটিয়া অঞ্চলের কলসডিহি গ্রামের বন্যাদুর্গত ত্রিশটি পরিবারকে নতুন ত্রিপল দিয়ে সাহায্য করা হলো। সঞ্জীবন প্রকল্পের ইনচার্জ তথা হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সুজিত মাইতি ও হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ কোলের নেতৃত্বে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আমতা: বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে নতুন ত্রিপল তুলে দিলো সঞ্জীবন
