নিজেদের স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণকারীদের সনাতনী শিকড়ে ফিরিয়ে আনার কাজে দীর্ঘদিন ধরে সহায়তা করে চলেছে হিন্দু সংহতি। সম্পূর্ণ আইনসম্মতভাবে তারা এই কাজ করে চলেছে। বিগত দিনে প্রায় তিনশোর বেশি স্বধর্মত্যাগীদের সনাতনী শিকড়ে ফিরিয়ে এনেছে হিন্দু সংহতি। হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাগর হালদারকে এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে।
হিন্দু সংহতির কেন্দ্রীয় সহ সভাপতি মাননীয় শ্রী রজত রায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, “সাগর হালদার, হিন্দু সংহতির অন্যতম স্তম্ভ। একটি মাত্র হাত, কিন্তু দশ হাতের কাজ একা সামলায়। লাভ জেহাদের শিকার হিন্দু মেয়েদের উদ্ধার করা এবং হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন যে সকল ভাই বোনেরা তাঁদের পূর্বপুরুষের সনাতনী শিকড়ে ফিরে আসতে চান, তাঁদের পাশে দাঁড়ানোর কাজে নীরব সাধনায় রত এক কর্মযোগী আমাদের সাগর।
এই সপ্তাহে তার হাত ধরেই সম্পূর্ণ আইনসম্মত পদ্ধতিতে সনাতনী সমাজে ফিরে এসে আসমা খাতুন হল সুষমা হালদার, সালমা খাতুন হল অনন্যা সরকার এবং রেশমা খাতুন হল রাশি হালদার।
যাঁরা ফিরে আসছেন, তাঁদের স্বাগত জানানো, সামাজিক সম্মান সুনিশ্চিত করা, তাঁদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য সকলকে আহ্বান জানাই।”

