চান্না আশ্রম, বাংলার বিপ্লববাদের একটি পীঠস্থান। ১৯০৮ সালে নিরালম্ব স্বামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আশ্রম তৈরী করেছিলেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপধ্যায় বা নিরালম্বস্বামী ছিলেন একজন অগ্ৰগণ্য স্বাধীনতা সংগ্রামী। প্রখর হিন্দুত্ববাদী এই বাঙালী বিপ্লবী ছিলেন #অরবিন্দঘোষ এর সহযোদ্ধা।
গত ২৪.০৭.২০২১ তারিখে হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য্যের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল এই চান্না আশ্রম এ যান। সেখানকার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। সেই মাটির সাথে জড়িত বাঙলার বিপ্লব ইতিহাস সম্বন্ধে তথ্য সংগ্রহ করেন। বাঙালি জাতির লড়াইয়ের এই বীরত্বব্যঞ্জক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বামপন্থী মানসিকতার এক শ্রেণীর মানুষ। বাঙালি বিপ্লবীদের সেই গৌরবময় লড়াইয়ের আজানা ইতিহাস আমরা সকলের সামনে তুলে ধরবো।
I proudly tok hindu hi hindu
LikeLike