বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়িতে ঢুকে জোর করে দুই নাবালিকা তরুণীকে ধর্ষণ ও মারধরের আভিযোগে রবিবার রাতে বাগনান থানার পুলিশ হাবিবুল শেখ ও বাদশা শেখ নামে দুই মুসলিম যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ৪৪৮, ৩৭৬, ৫১১, ৩২৫, ৩৫৮ (বি), ৩৪ এবং ৮, ১২ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।
সূত্রের খবর, রবিবার বিকেলে বাগনানের খাদিনান ঘাট এলাকায় ১৬ এবং ১৯ বছরের দুই তরুণী বাড়িতে শুয়ে মোবাইল দেখছিলো। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই মুসলিম যুবক বাড়িতে ঢুকে জোর করে দুই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীরা বাধা দিলে ১৬ বছরের নাবালিকার মেরে মাথা ফাটিয়ে দেয় ওই দুই মুসলিম যুবক।
পরে নাবালিকা পরিবারের লোকজন তাদের চিকিৎসা করান। বাগনান থানায় লিখিত আভিযোগ করেন তরুণী পরিবার। আভিযোগের ভিত্তিতে দুই মুসলিম যুবককে গ্রেফতার করে পুলিশ।