
গতবছর ১২ জুলাই পরলোক গমন করেছেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ। তার প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার কীর্তিকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করা হবে হিন্দু সংহতির পক্ষ থেকে। চোখ রাখুন হিন্দু সংহতির ফেসবুক লাইভে। আগামীকাল (12/07/2021) সন্ধ্যা ৭ টায়।
https://www.facebook.com/hindusamhatibangla/