
বৃহস্পতিবার তথা ১৫/১০/২০২০ তারিখে একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়ে গেলো হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য ও মতুয়া মহাসঙ্ঘের সংজ্ঞাতিপতি তথা বনগাঁও লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের মধ্যে। সাক্ষাৎকারে আলোচনার বিষয়বস্তু নিয়ে দেবতনু ভট্টাচার্য কে জিজ্ঞাসা করা হলে উনি জানান মূলত এটি একটি সৌজন্য মূলক সাক্ষাৎকার তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তিনি আরো জানান যে সি.এ.এ এর সমর্থনে হিন্দু সংহতি ও সমগ্র মতুয়া সমাজ একত্রে যৌথ ভাবে যে আন্দোলন করেছিল তার ভবিষ্যত কি হতে চলেছে এবং সি.এ.এ আইনে রূপান্তরিত হওয়ার পরেও এখনো তা বাস্তবিকরণ এর দ্বারা লক্ষ লক্ষ উদবাস্তু দের নাগরিকরণের প্রক্রিয়া চালু না হওয়ায় মতুয়া সমাজে যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে তা যে কোনো সময়ে যে গণ আন্দোলনের রূপ নিতে পারে সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার কে সতর্ক করার বিষয় টিও এইদিন আলোচনা হয়।
এ ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন গত রবিবার অর্থাৎ ১১/১০/২০২০ তারিখে বারাসাতে মতুয়া দের একটি সভা থেকে সাংসদ শান্তনু ঠাকুর জানান অতি শীগ্রই পশ্চিমবঙ্গে সি.এ.এ বাস্তবিকরণ না হলে মতুয়ারা সিদ্ধান্ত নেবেন তারা কোন পথে হাঁটবেন। এ দিন সাক্ষাৎকারে আলোচনার বিষয়বস্তু নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি দেবতনু ভট্টাচার্যের বক্তব্যকেই সমর্থন করেন। এবং প্রয়োজনে আগামী দিনে উদবাস্তু হিন্দুদের অধিকার রক্ষার লড়াইয়ে হিন্দু সংহতি এবং সমগ্র মতুয়া সমাজ যে একত্রে লড়াই করবে সেই ইঙ্গিত ও দিয়ে রাখলেন।
এই সৌজন্য সাক্ষাৎকারে হিন্দু সংহতির সহ সভাপতি শান্তনু সিংহ ও বনগাঁও লোকসভার নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।