
বুধবার হিন্দু সংহতির এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হলো বসিরহাট লোকসভার মিনাখা বিধানসভার মালঞ্চ তে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য , কেন্দ্রীয় সম্পাদক টোটন ওঝা, কেন্দ্রীয় সম্পাদিকা চন্দ্রিকা বল, বসিরহাট লোকসভা কমিটির সভাপতি প্রদীপ দাস ও হিন্দু সংহতির অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
উক্ত সভা থেকে ওই অঞ্চলে নারী সংহতির ‘অস্ত্র রূপেণ সংস্থিতা’ প্রকল্পের সূচনা করেন সংঘটনের কেন্দ্রীয় সম্পাদিকা চন্দ্রিকা বল। তিনি উপস্থিত নারীদের মধ্যে পেপার (pepper)স্প্রে বিতরণের সাথে সেটিকে ব্যবহারের পদ্ধতি ও আত্মরক্ষার বিষয়টিকে সবার সামনে তুলে ধরেন।
বর্তমান সময়ে হিন্দু সংহতির সামনে কি কি পরীক্ষা রয়েছে, সেগুলি কিভাবে অতিক্রম করার চেষ্টা করতে হবে, হিন্দু সংহতির লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ কে হিন্দু সমাজের একদম তৃণমূল স্তর পর্যন্ত কিভাবে পৌঁছে দিতে হবে, সে সম্পর্কে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য স্পষ্ট দিশা নির্দেশ করেন।পুরুষ দের সাথে সাথে সভায় মহিলাদের উপস্থিতিও ছিলো লক্ষ্য করার মত।




