
‘মুসলিম তো কি হয়েছে ? ভালোবাসার কোনো ধর্ম হয় না ‘ এই কথা টি কি শুধু হিন্দু মেয়ে ও মুসলিম ছেলের ভালোবাসার ক্ষেত্রেই সত্য ? তার উল্টো টায় নয় ? যদি কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে ভালোবাসে তাহলে কি তার জন্যে মৃত্যুই সত্য, ভালোবাসা নয়?
ভিন্ন ধর্মে ভালোবাসার অর্থ মৃত্যু, আর এই সত্যই এবার প্রতিষ্ঠিত করলো দিল্লির আদর্শনগরে এই ঘটনা। ছেলেটির নাম রাহুল রাজপুত ,বয়স ১৯ স্নাতকস্তরে কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, ভালোবেসে ছিল পাশের পাড়ারই তার এক মুসলিম সহপাঠিনীকে। পড়াশোনার পাশাপাশি রাহুল ইংরেজির টিউশন দিতেন। তাঁর পরিবার জানিয়েছে, গত ৭ তারিখ রাহুলের ফোনে টিউশন সংক্রান্ত একটি ফোন আসে , বলা হয়, বাড়ির কাছে একটি সরু গলিতে তাঁর সঙ্গে কেউ দেখা করতে এসেছে। অভিযোগ, তাঁর ‘প্রেমিকা’ই নাকি তাঁকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে মেয়েটির ভাই সহ ৭-৮ জন নির্মমভাবে তাঁকে মারতে থাকে । তা দেখে ছুটে যান রাহুলের কাকা বাড়িতে আসার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে। পেটে অসহ্য যন্ত্রণা। ক্রমশ অসাড় হয়ে হয়ে যেতে থাকে তার শরীর। বিআরজেএম হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাহুল। তার পরিজনদের অভিযোগ, ওই মুসলিম তরুণীর বাড়ি থেকে হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক মেনে নেয় নি । সে কারণেই তাঁকে হত্যা করা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর মা।
দিল্লির আদর্শনগরের এই ঘটনায় তোলপাড় রাজধানী। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার মহিলার ভাই-সহ ৫। অভিযুক্ত হলেন মনওয়ার হুসেন ও মহম্মদ রাজ হাসান। বাকি ৩ অভিযুক্ত নাবালক। পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে কেজরি সরকার।
হিন্দু সংহতি আজ পর্যন্ত শত শত এমন ছেলেদের পাশে দাড়িয়েছে যারা হিন্দু হয়ে ভালোবেসেছে মুসলমানের মেয়ে কে ,যারা ভালোবেসে স্বপ্ন দেখেছে ঘর বাঁধার , শুধু তাদের পাশে দাঁড়ানোই নয় তাদের দায়িত্ব নিয়েছে হিন্দু সংহতি।আবার তাদের অনেকের কাঁধেই রয়েছে বর্তমান সংঘটনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভালোবাসাই হোক পরম সত্য মৃত্যু নয়।

