
সাহস ,শক্তি , সক্রিয়তা যে সংঘটনের মূল মন্ত্র সেই সংঘটনের কর্মীদের যেকোনো লড়াইকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাই স্বাভাবিক।
এই ঘটনাটি পূর্ব-বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার, মেমারি থানার ঘটনা। মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রির কাজ করতে আসা যুবকের নাম আব্দুল শেখ.
খোঁজ খবর নিয়ে দেখা গেলো সে কাজ নিয়েছিল মেমারি থানার এক হিন্দু পাড়ায় । সেই পাড়ার এক বাসিন্দা নিতাই ঘোষ যার একটি নাবালিকা কন্যা সন্তান রয়েছে। ঘটনাটি ঘটে গত ০৭/১০/২০২০ তারিখ, বুধবার.
আব্দুল শেখরা মুর্শিদাবাদ থেকে কাজের নামে হিন্দু গ্রামে আশ্রয় নেয় এবং সেই লাভ জেহাদের সমীকরণ দেখা গেলো এখানেও।
এবারে শিকারীর শিকার নিতাই ঘোষের হিন্দু নাবালিকা মেয়ে। বিভিন্ন প্ররোচনা দিয়ে আব্দুল শেখ অপহরণ করে নিতাই ঘোষের মেয়েকে।
ঐ দিনই মেয়ের বাবা নিতাই ঘোষ মেমারী পুলিসের দারস্থ হন কিন্তু পুলিশ নিতাই ঘোষ এর লেখা আবেদন পত্রটিকে FIR হিসাবে গ্রহণ করে নি। এরপরই খবর আসে অপহৃত মেয়ের বাবা হিন্দু সংহতির দারস্থ হন। হিন্দু সংহতির মন্তেশ্বর বিধানসভার অন্যতম কার্যকর্তা শ্রী সুজয় ঘোষ মেয়ের বাবা নিতাই ঘোষ কে আশ্বাস দেন , সম্পাদক শ্রী সুজিত মাইতি , কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী সমীর গুহরায় বিষয়টি নিজেদের তত্তাবধানে নেন এবং শুরু হয় পুলিশের উপর চাপ প্রয়োগ কেন্দ্র নেতৃত্বের নির্দেশে হিন্দু সংহতির বর্ধমান-দূর্গাপুর ডিভিশনের বিশিষ্ঠ কার্যকর্তা আইনজীবী শ্রী নিলয় চোংদার ও পুলিশের মধ্যে আইনি বিষয় নিয়ে আলোচনা শুরু হতেই মেমারী থানার পুলিশ নিতাই ঘোষের লেখা পত্রটিকে FIR হিসাবে Register (P. S. Case No: 465/2020) করেন এবং পুলিশ অপহরণের কেস শুরু করবে বলে নিলয় চোংদার কে জানান।