
এই লড়াইয়ের প্রকৃতি যত পুরানো, তার থেকেও বেশি পুরনো লড়াইয়ের জেতার মেজাজ। আর হিন্দু সংহতির যোদ্ধাদের এই মেজাজটা আছে বলেই শত্রু শিবির বারবার চেষ্টা করেও তাদের দমন করতে পারে না, এই বারও পারেনি।
ছেলেটির নাম মহম্মদ আনার মণ্ডল, চৌবেড়িয়া, মেঠো পাড়া, গোপালনগর থানার বাসিন্দা, মেয়েটির নাম তাপসী দাস , বয়স ,২১ বিবাহিত একটি কন্যা সন্তানও রয়েছে , নিবাস- জলেশ্বর গ্রাম, গাইঘাটা থানা। একে অপরের সাথে পরিচয় ফেসবুক এর মাধ্যমে । ঘটনাটি ঘটে গত ২৭শে সেপ্টেম্বর,রবিবার ছেলেটি মেয়েটিকে তার বাচ্চা মেয়ে সমেত তুলে নিয়ে চলে যায়। এই খবর হিন্দু সংহতির স্থানীয় নেতৃত্বের কাছে পৌঁছতেই মেয়েটিকে উদ্ধারের পরিকল্পনা শুরু হয়ে যায়। স্থানীয় নেতৃত্বের কাছে খবর আসে মহম্মদ আনার মন্ডল দুজন কে নিয়ে মুম্বাই পালিয়েছে। যথারীতি হিন্দু সংহতির ছেলেরা মহম্মদের বাড়ির উপর চড়াও হয় ও স্থানীয় পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে থাকে। হিন্দু সংহতির ছেলেদের চাপের কাছে বাধ্য হয়ে পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং তাপসী দাস ও তার শিশু কন্যাকে উদ্ধার করে প্রথমে গোপালনগর থানায় এবং পরে গাইঘাটা থানায় নিয়ে আসা হয়। হিন্দু সংহতির লড়াই এখানেই শেষ হয় না, বনগাঁও কোর্ট এ দীর্ঘ আইনি লড়াই এর পর অবশেষে মেয়েটিকে তার কন্যা সন্তান সহ মেয়েটির বাবার বাড়ীতে নিয়ে আসা হয়। মেয়েটি বর্তমানে তার বাবার কাছেই রয়েছে।
বাবার কাছে কেন?ওর স্বামী নেবে না ।ওর স্বামীর কাছে দেওয়ার ব্যবস্থা করা উচিত।
LikeLike
No
LikeLike