
“জমি বাপের নয় জমি দাপের “
ইসলামিক জেহাদের একটি শক্তিশালী মাধ্যম হলো ‘জমি জেহাদ’ যার মাধ্যমে বারংবার শেখানো হচ্ছে বিধর্মীর জমি দখল করে নাও কখনো দাম দিয়ে কখনো বা জোড় করে। এর ব্যতিক্রম হয়নি বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার খয়ড়াপাড়া অঞ্চলে।
গুসকরা শহরের এই অঞ্চলে এক হিন্দু ব্যক্তির জমি দীর্ঘকাল ধরে অপরিত্যাক্ত অবস্থায় থাকায় তা দখলের লোভ দেখতে শুরু করেন এলাকার ব্লক প্রেসিডেন্ট শেখ শবর। এই শেখ শবর জমিটি হিন্দু দালাল মাধ্যমে একদল মুসলমান এর কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেন। সেই মতো গত বৃহস্পতিবার শেখ শবর, তার হিন্দু দালাল ও একদল মুসলমান ক্রেতা কে সঙ্গে নিয়ে জমিটির দখল নিতে আসে। যথারীতি সেই খবর পৌঁছে যায় ওই অঞ্চলের হিন্দু সংহতির সদস্য দের কাছে।
ইতিহাস বলে যখন হিন্দু সংহতি ময়দানে নামে তখন সেই পথে মুসলমানরা আর এগোনোর সাহস পায় না। এই ক্ষেত্রেও ঘটলো একই ঘটনা হিন্দু সংহতির সদস্যরা নিলয় চোঙদার এর নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলতেই জমির বেআইনি দখল ছেড়ে বিনা বাক্য ব্যায়ে পালিয়ে যায় শেখ শবর ও তার দল। হিন্দু সংহতির ছেলেরা আবারো প্রমাণ করে দেয় ‘জমি বাপের নয় জমি দাপের’।