
“কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA ৭ জন অসহায় মুসলিম যুবক কে অন্যায় ভাবে গ্রেফতার করেছে” হ্যাঁ এই দাবি করেই আজ ১০ জন জঙ্গীর পরিবারের সঙ্গে দেখা করতে ডোমকল ও জলঙ্গী গেলেন মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী।
তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যে জমিয়তে উলামায়ে হিন্দের জেলা প্রতিনিধিরা ধৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার অভিযোগ, কেন্দ্রের তদন্তকারী সংস্থা জেলা পুলিশ সুপার, স্থানীয় থানা কিংবা রাজ্যকে না জানিয়ে ওই যুবক দের গ্রেফতার করেছে। তারা কোনো জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত নয়, মিডিয়ার একাংশ চক্রান্ত করে তাদের আগেই জঙ্গী ঘোষণা করে দিয়েছে। তাদের জঙ্গী যোগ প্রমাণিত নয়।
জঙ্গীদের আড়াল করতে রাজ্য সরকারের মন্ত্রীর
এত তৎপরতা কি কোনো গোপন যোগাযোগ প্রকাশ্যে আসার ভয়ে? কারা কারা যুক্ত আছে এই জঙ্গী সংঘটনের সাথে? এমন একাধিক প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।