
উত্তর 24 পরগণার জেলার সন্দেশখালি থানা ভেঙে “ন্যাজাট থানা” গঠন করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, বসিরহাট, সন্দেশখালি, ন্যাজাট, মিনাখাঁ সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে জেহাদি মুসলিম বড়ো ক্রিমিনাল চক্র কাজ করে। এই জেলার বিস্তীর্ণ অঞ্চল দিতে বাংলাদেশ বর্ডার। বর্ডার লাগোয়া অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর মুসলিম অনুপ্রবেশ ঘটে। স্মাগলিং, গরু পাচার, সোনা পাচার সহ নানান ধরনের মাদক পাচারে খবর আসে মাঝেমধ্যে। বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে বাংলাদেশি মুসলিমদের প্রচুর অনুপ্রবেশের ফলে জেহাদী কার্যক্রমের অনেক বেশি, তাদের শেল্টার দেয় রাজনৈতিক ক্ষমতা ধারী এই এলার স্থায়ী মুসলিমরা নেতারা। মুসলিম জেহাদীদের উত্যাচারে অনেক হিন্দু তাদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আদিবাসীদের জমি জোর করে লিজে নিয়ে তাদের প্যাপ্ত টাকা দেওয়া হয়না এমন অনেক অভিযোগ এসেছে।
তবে ধীরে ধীরে দিন পরিবর্তন হচ্ছে। এখন হিন্দুদের উপর অত্যাচার হলে তারা আর মুখ বুজে সহ্য করছেন না। কারন হিন্দু সংহতি তাদের পাশে দাঁড়াচ্ছে।

গত রাতে ন্যাজাট থানার ১ নং গ্রাম পঞ্চায়েতের বাউনিয়া গ্রামের বাবলাতলা দুর্গা মন্দিরে দুষ্কৃতীরা গোমাংস ফেলে চলে যায়। হিন্দু সংহতির নেতৃত্বে খবর পেয়ে যোগাযোগ করে ওই এলাকার হিন্দুদের সাথে। হিন্দু সংহতির নেতৃত্বদের পাশে পেয়ে গ্রামবাসীরা সাহস পেয়েছে। পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে গ্রামবাসীরা।
