
ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত হলেন আসামের কাছাড় জেলার দিলখুশ নিবাসী সত্যকুমার দাস। হিন্দু সংহতির কর্মী রাজীব কূর্মীর বাবা সুকুমার কুর্মী ও লক্ষীপুর নিবাসী মলয় রায় জামিনদার হয়ে ডিটেনশনের নরক যন্ত্রণা থেকে মুক্ত করে নিয়ে এলেন সত্যবাবুকে। অসহায়, দরিদ্র সত্যকুমার দাসের মেয়ে রাজীব কুর্মীর সাথে যোগাযোগ করলে রাজীব ও তার বাবা সত্যকুমার দাসের জন্য এগিয়ে আসেন। শুধু জামিনদার হয়ে থেমে থাকেন নি রাজীব ও তার বাবা। তাঁরা দরিদ্র সত্যকুমার দাসকে আর্থিক সহায়তাও করেন। দুই বছর পর শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে জামিনে মুক্ত হলেন সত্যকুমার দাস।

হিন্দু সংহতি সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয় বলেন “এই কাজে সাহায্যের জন্য যানারা হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেককে হিন্দু সংহতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। হিন্দু সংহতির বরাক উপত্যকার সভাপতি শ্রী সম্রাট দত্তর নেতৃত্বে এই সফলতার জন্য সম্পূর্ণ টিমকে অভিনন্দন জানাই।”