
আরেক নির্মম ধর্ষণের নায়কের নাম আসাদুল
প্রথমে রাস্তাঘাটে চলার সময় উত্যক্ত করা, কুপ্রস্তাব দেওয়া, শিবচতুর্দশী তিথিতে শিব পূজো করতে বারণ করা, ফোন করে শাসানো, এসবে তিতিবিরক্ত হিন্দু নাবালিকা মোবাইলে আসাদুল মিঞার (১৯) নম্বর ব্লক করে । এতে ক্ষেপে গিয়ে আসাদুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি অপহরণ করে মেয়েটিকে। রাতভর ধর্ষণ, হাত পা বেধে মারপিট এমন কি ইট দিয়েও আঘাত করা হয়েছে বলে নির্যাতিতার মায়ের অভিযোগ আসাদুলের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার বনকাটি পঞ্চায়েত এর সাতকাহনিয়া গ্রামের। গত বুধবার কাঁকসা থানায় নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আসাদুল মিয়াকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার তাকে দূর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।