নৈহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, পলাতক নুর হুসেন
নৈহাটির দেবক এলাকার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে শুক্রবার সকালে। সূত্রের খবর, শুক্রবার সকালে নৈহাটির দেবক এলাকার এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার অঞ্চলজুড়ে মৃদু ভূমিকম্পে অনুভূতি হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। তারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এলাকা সূত্রে খবর, ওই বাজি কারখানার মালিক নূর হোসেন অবৈধভাবে বাজি কারখানা চালাতেন। ওই বাজি কারখানা বহু শিশু শ্রমিক ও মহিলারা কাজ করতেন। বিস্ফোরণের ফলে চার জনের মৃত্যু ও আট জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যেভাবে বিস্ফোরণ ঘটেছে তাতে হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনার জেরে গোটা এলাকা ক্ষতিগ্রস্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুনাফার লোভে বেআইনি ভাবে চালানো হচ্ছিল ওই কারখানা।
এক বছর আগেও একবার বিস্ফোরণ ঘটেছিল এই কারখানায়। সেই বার মারা গিয়েছিলেন পাঁচজন। তার পরেও ওই বাজি কারখানা চালাচ্ছিলেন নূর হোসেন। অনেকের অনুমান ওই বাজি কারখানায় কোন তেজস্ক্রিয় তৈরি হচ্ছিল। তার ফলে বিস্ফোরণের তীব্রতা এমন আকার ধারণ করেছে। ঘটনার পরেই বাজি কারখানার মালিক নূর হোসেন পলাতক। ঘটনাস্থলে রয়েছে নৈহাটি থানার পুলিশ ও দমকল। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। পুলিশ জানিয়েছে কোন তেজস্ক্রিয় তৈরি হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।