হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের প্রতিবাদে চার্চে ভাঙচুর, গ্রেপ্তার 3
রোগ সারিয়ে দেওয়ার নাম করে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ। প্রতিবাদে চার্চে ভাঙচুর, গ্রেপ্তার তিন যুবক। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকার ভগবানপুরে। এলাকার সূত্রের খবর, বড়দিন উপলক্ষে ভগবানপুরচার্চে জমায়েত হয়েছিল খ্রিস্টানরা। সেই সঙ্গে বেশ কিছু হিন্দু অধিবাসীরা চার্চে গিয়েছিলেন। ঐদিন জটিল রোগ সারিয়ে দেওয়ার নাম করে হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় হিন্দু জনতা চার্চে হামলা চালায়। তাদের অভিযোগ বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে গরিব আদিবাসী হিন্দুদের ধর্মান্তকরণ করা হচ্ছিল ওই চার্চে। উত্তেজিত জনতা চার্চের ভিতরে ঢুকে চেয়ার, টেবিল, কাচের জানালা ভাঙচুর করে বলে জানা গিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। গ্রেফতার করে ভুবন মন্ডল, উৎপল মন্ডল এবং স্বপন বর্মন নামে 3 হিন্দু যুবককে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন।