মুসলিম যুবকের আত্মহত্যা, হিন্দু এলাকায় আক্রমন চালালো ক্ষিপ্ত মুসলিম জনতা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকায়।জানাগিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দত্তপুকুর থানার হাটখোলা এলাকায় একটি লোকনাথ মেলা চলাকালীন আসাদুল ইসলাম নামে এক মুসলিম যুবক হিন্দু মহিলাকে কটূক্তির করে। সেই অভিযোগে প্রগতি সঙ্ঘের সদস্যরা মুসলিম যুবকটিকে ক্লাবের ঘরে আটকে রাখে। কিছুক্ষনের মধ্যে ওই ক্লাব ঘরের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এই খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকা থেকে প্রচুরপরিমান মুসলিম জনতা মেলায় হাজির হন। তারা দোকান ভাঙচুর শুরু করে। ইলেকট্রিক লাইট, রাস্তার ধারে দোকান, মেলা দোকান ভেঙে তছনছ করে দেওয়া হয়। ক্ষিপ্ত মুসলিমদের জনতার মধ্যে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ক্লাবের সদস্যরা এবং স্থানীয়দের দাবি ওই মুসলিম যুবক মেলার মধ্যে এক হিন্দু মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন এই নিয়ে সমস্যা শুরু হওয়ায় অশান্তি এড়াতে তাকে ক্লাবের ঘরে মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। এরপর তিনি ক্লাবের ঘরের মধ্যে দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাকে মারধর করা ও খুনের অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমরা রাস্তার ধারে হিন্দু দোকান, মেলার দোকান, এবং বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়, দীর্ঘক্ষন চলে লুটপাট। অধিক রাত পর্যন্ত দত্তপুকুর স্টেশনে ট্রেন অবরোধ করে ক্ষিপ্ত মুসলিম জনতা। টায়ারে আগুন জ্বালিয়ে যশোর রোড অবরোধ করে বলে জানা গিয়েছে। পরিস্থিতি শান্ত হলেও এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় দীর্ঘক্ষণ।