CAA এর সমর্থনে হিন্দু সংহতির মিছিল গুশকরায়
গতকাল ৩০ ডিসেম্বর, ২০১৯, পূর্ব বর্ধমান জেলার আউশগ্ৰাম বিধানসভা এলাকায় গুশকরার রাস্তা কাঁপিয়ে হিন্দু সংহতির মিছিল। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি আইনজীবি শান্তনু সিনহা, সাধারণ সম্পাদক সুন্দর গোপাল দাস, সহ সভাপতি সমীর গুহ রায়, সম্পাদক টোটন ওঝা। এইরকম নেতৃত্বকে কাছে পেয়ে কর্মীরা উৎসাহে ফেটে পড়েছিলো। প্রতিফলন বারে বারে পরিলক্ষিত হচ্ছিলো সুবিশাল মিছিলে অংশগ্রহণকারী কর্মীদের আত্মবিশ্বাসী পদচারণায় ও শ্লোগানের গর্জনে। হিন্দু সংহতির সহসভাপতি বলেন, এটা কেবল CAA এর সমর্থনের মিছিল নয়। সেইসঙ্গে দেশবিরোধী জেহাদি দের সাবধান বাণী উচ্চারণ করার মিছিল ও বটে। এই কাজটাই তো হিন্দু সংহতি কে স্বতন্ত্র মাত্রা দিয়েছে।