CAA এর সমর্থনে হিন্দু সংহতির মিছিল বাসন্তীতে
দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী বিধানসভার উদ্যোগে CAA এর সমর্থনে হিন্দু সংহতির মিছিল। বাসন্তীর কালী বটতলা থেকে মিছিল শুরু হয়, শেষ হয় কুলতলী বাজারে । CAA এর সমর্থনে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগদান করেন। হিন্দু সংহতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি দেব চ্যাটার্জী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী রজত রায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী সাগর হালদার, কেন্দ্রীয় সম্পাদক মৃত্যুঞ্জয় মন্ডল ও টোটন ওঝা। কালীবটতলা থেকে কুলতলী বাজার পর্যন্ত মিছিল করে এসে কুলতলী বাজারে জমায়েত হন সকলে। সেখানে বক্তব্য রাখেন শ্রী রাজত রায় মহাশয়। শ্রী রজত রায় বলেন আমরা CAA সমর্থন করি, কারণ লক্ষ্য লক্ষ্য বাঙালি হিন্দু উদ্বাস্তুদের রক্ষাকবচ এই CAA , তিনি আরো বলেন এই CAA বিরোধিতার নামে তিনদিন ধরে বাংলায় জিহাদিরা যে তান্ডব লীলা চালিয়েছেন তখন প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করেনি, বরং পুলিশ তাদের ভয়ে লুকিয়েছেন। তাই এই জেহাদিদের মোকাবিলায় সামনাসামনি লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত হিন্দু সংহতি।