হাওড়া জেলার আমতা থানা এলাকার খড়িয়প শিবতলাতে শ্রী শ্রী সন্তোষী মাতা পূজা উপলক্ষ্যে দুঃস্থ দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হিন্দু সংহতির কেন্দ্রীয় সভাপতি দেবতনু ভট্টাচার্য।
হাওড়া জেলার আমতা থানার খড়িয়প শিবতলাতে আমরা সবাই ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠিত হলো। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে শুভ সূচনা করেন হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ কোলে, কেন্দ্রীয় সম্পাদক শ্রী টোটন ওঝা সহ আমতা থানার সভাপতি শ্রী পাপাই মাইতি। প্রথমে অথিতিদের বরণ করে নেন ক্লাবের সদস্যরা। তারপর নৃত্য পরিবেশন করেন এলাকার এক ছোট বোন। দেবতনু বাবু তাঁর বক্তব্যে বলেন যে হিন্দু সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পাশে আমরা সর্বতোভাবে থাকার চেষ্টা করি এবং সেইসঙ্গে সমাজকে রক্ষার জন্যে, ধর্ম রক্ষার জন্যে ময়দানে লড়াইয়েও আমরা অগ্ৰণী ভূমিকা নিতে সঙ্কল্পবদ্ধ। এই বাংলা আমরা আর একবার ভাগ হতে দেবো না। হিন্দুর স্বার্থে আমরা সদা তৎপর। সকল বাঙালি জাতিকে হিন্দু সংহাতিতে যোগদানের আমন্ত্রণ জানান তিনি। সর্বশেষে লড়াকু হিন্দু পরিবারদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি করা হয়। প্রায় ১০০ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে।