CAA নিয়ে হিন্দু সংহতির সচেতনতা শিবির সমুদ্রগড়ে
গতকাল পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে নাগরিকত্ব সংশোধনী বিল, CAA নিয়ে হিন্দু সংহতির সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। হিন্দু সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পদক শ্রী রজত রায় CAB ও CAA সম্পর্কে বক্তব্য রাখেন, তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে বলেন বাংলায় NRC কেন প্রয়োজন। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় সম্পাদক টোটন ওঝা সহ শ্রী সঞ্জয় সূত্রধর, শ্রী প্রশান্ত শিকদার।
সভার শেষে সংগঠনের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কমিটি গঠন করা হয়।সভাপতির দায়িত্ব দেওয়া হলো উদ্যোগী যুবক এবং দীর্ঘদিন হিন্দু সংহতির সঙ্গে যুক্ত থাকা শ্রী সুমন দাস কে। সেইসঙ্গে নসরতপুর, সমুদ্রগড় এবং নাদনঘাট এই তিনটি অঞ্চল কমিটিও গঠন করা হয়।