CAA সপক্ষে ও জিহাদী তান্ডবের প্রতিবাদে হিন্দু সংহতির প্রতিবাদ মিছিল
গত ১৯ ডিসেম্বর, ২০১৯, হুগলী জেলার মশাট বাজারে হিন্দু সংহতি হুগলী জেলার পক্ষ থেকে CAA সপক্ষে পথসভা ও পশ্চিমবঙ্গ জুড়ে জিহাদী তান্ডবের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করা হলো। এই কার্যক্রমে এলাকার হিন্দুরা নতুন করে উজ্জীবিত হয় এবং আগামি দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধ পরিকর হয়। হিন্দু সংহতির হাওড়া ডিভিশনাল সভাপতি ডঃ পার্থ প্রতীম ঘোষ বলেন ” বাংলার মাটি আমরা আর একবার ভাগ হতে দেবোনা, হিন্দু সংহতি সর্বদা জেহাদীদের মুখোমুখি মোকাবিলা করেছে এবং আজও করছে। আমরা CAA সমর্থন করি। CAA বাঙালীর রক্ষা কবচ। এই CAA বিরোধিতার নামে বাংলার জেহাদী মুসলিমরা সরকারি সম্পত্তি যেমন- রেল স্টেশন, ট্রেন, বাস সহ একাধিক হিন্দু গ্রাম, একাধিক হিন্দু মন্দির আক্রমন করেছে। প্রশাসন সম্পূর্ণ নীরব। প্রশাসন যদি হিন্দুর নিরাপত্তার না নিতে পারে তাহলে বাঙালির নিরাপত্তার দায়িত্ব হিন্দু সংহতি নেবে, এবং আন্দোলনে নামবে। এই আন্দোলনে সমগ্র হিন্দু সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”