হিন্দু সংহতির প্রেস কনফারেন্স
ডিসেম্বর ১৭, ২০১৯, হিন্দু সংহতির প্রেস কনফারেন্স। জিহাদি তাণ্ডবের ফলে সরকারী সম্পত্তি ধ্বংসের ক্ষতিপূরণ, এবং জিহাদী হামলাকারীদের গ্রেফতার ও কড়া শাস্তির দাবী জানানো হলো। সেইসঙ্গে পশ্চিমবাংলার হিন্দু সমাজকে সক্রিয়ভাবে জিহাদি হামলার বিরুদ্ধে মাঠে নামার আবেদন। হিন্দু সংহতি ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। রাস্তায় নামা দিন দিন তীব্রতর হচ্ছে ও হবে। যদি এক সপ্তাহের মধ্যে তান্ডব চালানো জিহাদিদের চিহ্নিতকরণ (সব জায়গাতেই ছবিতে দেখাই যাচ্ছে কারা হামলা চালাচ্ছে) এবং শাস্তির প্রক্রিয়া শুরু না হয় তবে হিন্দু সংহতি বিভিন্ন ব্লক ও জেলায় যেমন মাঠে নামছে, তেমনি কলকাতার রাজপথেও প্রবল আন্দোলনের ঢেউ আছড়ে ফেলবে। সংগঠনের সভাপতি দেবতনু ভট্টাচার্য মিডিয়ার মাধ্যমে পরিষ্কার বার্তা দিলেন যে সেই আন্দোলনের গতিপ্রকৃতি কি হবে বা কোন পর্যায়ে যাবে তার কোনো আগাম নিশ্চয়তা দেওয়া যাবে না। হিন্দু সমাজের সমাজের মধ্যে ক্ষোভ ক্রমশ পুঞ্জিভূত হচ্ছে।তাদের স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক প্রতিক্রিয়া আন্দোলনকে যে কোনো পর্যায়ে নিয়ে ফেলতে পারে।