ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের ও জন অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা ও CAA বিষয়ক এক আলোচনা শিবির
২৩ ডিসেম্বর, ২০১৯, হুগলী জেলার হরিপালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের ও জন অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা ও CAA বিষয়ক এক আলোচনা শিবিরের আয়োজিত হলো। উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন এর কর্ণধার ডঃ অনির্বাণ গাঙ্গুলি , হিন্দু সংহতির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য , হাওড়া ডিভিশনের হিন্দু সংহতির সভাপতি ডঃ পার্থ প্রতীম ঘোষ , অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায় , যুবমোর্চার রাজ্য সভাপতি শ্রী দেবজিৎ সরকার, মাননীয় সুন্দর গীরি মহারাজ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।।