বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার অব্যাহত। এবার এক রাতের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ৭টি মন্দিরে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে মন্দিরের সামনে থাকা দান বাক্স ভাঙচুর করে ভেতরে থাকা টাকা-পয়সা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
গত ১১ই নভেম্বর, সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের “ভীমশী” ও “ভুনবীর” গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পিতলের মুর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়। কয়েকটি প্রতিমা আবার ভাঙচুর করে মন্দিরের বাইরে ফেলে দেওয়া হয়।
এলাকাবাসীরা জানান, পাশাপাশি অবস্থানরত এই দুটি গ্রামের মধ্যে ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। এছাড়াও হর-গৌরী আখড়া, মদন মোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভীমসী মন্দির, দিনেশ লালের বাড়ির মহাদেব মন্দিরে চুরি করেছে দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।