অনেক চেষ্টা করা সত্বেও রবীন্দ্র সরোবরে ছট পূজা আটকাতে পারেননি, তাই পরিবেশ কর্মীদের কাছে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ফেসবুকে ”মেয়র স্পিকস”-এ একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে কলকাতা পুরসভার তরফে অনেক চেষ্টা করা হয়েছিল যাতে করে পুণ্যার্থীরা রবীন্দ্র সরোবরে ছট পূজা না করতে পারেন। কিন্তু তারপরেও রবীন্দ্র সরোবরে ছট পূজা আটকাতে পারেননি। তাতে তিনি দুঃখিত। সেইসঙ্গে তিনি আরো বলেন যে পুরসভার যেসব কর্মীরা অতি তৎপরতার সঙ্গে রবীন্দ্র সরোবরে সাফাই করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ জানাচ্ছেন। প্রসঙ্গত, পুলিস-প্রশাসনের বাধা সত্বেও গত শনিবার রবীন্দ্র সরোবরে ছট পূজা করেন পুণ্যার্থীরা।
অনেক চেষ্টা করেও রবীন্দ্র সরোবরে ছট পূজা আটকাতে পারিনি, ক্ষমা চাইলেন কলকাতার মেয়র
