আবার এক বাঙালি হিন্দু পেলেন বিদেশি নোটিশ। এবার বিদেশি নোটিশ পাঠানো হল কালাইনের ভিতরগুল এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাসকে। এই নোটিশ পাওয়ার পর স্বভাবতই ভেঙে পড়েছেন বৃদ্ধ মনোরঞ্জন বাবু। জানা গিয়েছে, মনোরঞ্জন বাবু পেশায় দিনমজুর। দিনমজুরি করা রোজগারেই তাঁর সংসার প্রতিপালন হয়। এই নোটিশ পেয়ে তিনি যথেষ্ট আতঙ্কিত। তিনি জানিয়েছেন যে, তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে কালাইনে বসবাস করছেন ।এর আগে তারা কার্বি আলং -এ বসবাস করতেন। তিনি আরও জানিয়েছেন যে, তার পরিবারের ভারতের নাগরিকত্বের প্রমানস্বরূপ সব নথিপত্র রয়েছে। তাই তারপরেও বিদেশি নোটিশ পাওয়ায় যথেষ্ট আতঙ্ক বোধ করছেন তিনি। যদিও মনোরঞ্জনবাবুকে পাঠানো বিদেশি নোটিশে বলা হয়েছে যে তিনি বিদেশি ট্রাইব্যুনালে তিনি সময়মত উপস্থিত হননি এবং উপযুক্ত নথিপত্র জমা না দেওয়ার কারণে তাকে বিদেশি নোটিশ পাঠানো হয়েছে। তবে অভিজ্ঞ মহল মনে করছেন যে, যতদিন না পর্যন্ত আসামে কেন্দ্র সরকারের জোড়া নোটিফিকেশন কার্যকর করা হচ্ছে, ততদিন বৈধ নাগরিকদের বিদেশি নোটিশ পাঠানো বন্ধ হবে না।