বীরভূমের সাঁইথিয়ার কল্যাণপুরে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করলো পুলিস। সেইসঙ্গে একাধিক মুসলিম দুষ্কৃতিকে গ্রেপ্তারও করেছে পুলিস। জানা গিয়েছে, তারা এক বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। আরও জানা গিয়েছে যে, মাঝে মধ্যেই ওই দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির সংঘর্ষ লেগেই থাকে। কিন্তু গত পরশু সেই সংঘর্ষের সময় গুলি লেগে মারা যান ইনসান মোল্লা নামে এক যুবক। তারপরেই ব্যাপক পুলিসি অভিযান চালানো হয় জেলা পুলিসের তরফে। তাতেই প্রচুর বোমা উদ্ধার হয়। সেইসঙ্গে গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের সূত্র ধরে পুলিস সিউড়ি থেকেও বোমা ও বন্দুক উদ্ধার করেছে। বীরভূমের পুলিস সুপার শ্যাম সিং জানিয়েছেন যে এই অভিযান চলবে আগামীদিনগুলিতেও।