পুলিসের উপস্থিতিতে এক হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করলো মুসলিমরা। পুলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও আটকানোর কোনো ব্যবস্থা নিলো না। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশিপুর থানার অন্তর্গত কচুয়া
গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা হারাধন রায় এবং কৃষ্ণপদ রায়ের ঘরসহ জমি আছে। কিন্তু সেই জমির উপর কুদৃষ্টি পড়ে গ্রামের বাসিন্দা মোসলেম মোল্লার। এই নিয়ে দীর্ঘদিন মামলা চলছে কোর্টে। এ নিয়ে কোর্ট স্টে অর্ডার দেয়। কিন্তু আজই মোসলেম মোল্লা এবং তাঁর দলবল জেসিবি নিয়ে আসে জমি দখলের উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন কাশিপুর থানার এক পুলিস আধিকারিক রফিজুল মোল্লা। জেসিবি দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা করলে বাধা দেয় হারাধন বাবু এবং তাঁর প্রতিবেশীরা। তাদের কাছে বাধা পেয়ে শেষমেশ তাদের প্রচেষ্টা সফল হয়নি। এমতবস্থায় হিন্দু সংহতির দ্বারস্থ হয়েছেন হারাধন রায়। তিনি তাঁর জমি ফিরে পেতে হিন্দু সংহতির কাছে আইনি সহায়তা চেয়েছেন। হিন্দু সংহতির পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।