হিন্দু সম্প্রদায়ের উৎসব দীপাবলি পালন করলেন মুসলিম ক্রিকেটার জাহির খান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। রীতিমত হিন্দু ধর্মের আচার পালন করেন তিনি। গৃহদেবতার পূজা করেন স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে পূজায় বসেন তিনি। পরে ফেসবুকে সেই ছবি পোস্ট করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। সেই ছবি ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেনরাও জাহির খানকে দীপাবলির শুভেচ্ছা জানান। পরে রাতে মুকেশ আম্বানি আয়োজিত দীপাবলির উৎসবে যোগ দেন জাহির খান এবং সাগরিকা। প্রসঙ্গত, গত বছরে জাহির খান বিয়ে করেন বলিউডের হিন্দু অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।
দীপাবলি পালন করলেন জাহির খান
