দিন কয়েক আগে হাসপাতালে মৃত্যু হয়েছে ফালু দাসের। গত ২০১৭ সালে বিদেশি অভিযোগে তাকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। কিন্তু ডিটেনশন ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ার পর তাঁর ঠিকমতো চিকিৎসা করা হয়নি, এমনই অভিযোগ তাঁর পরিবারের। এমনকি ডিটেনশন ক্যাম্পে স্বাস্থ্যকর খাবারও দেওয়া হয়না, এমনও অভিযোগ তুলেছেন তাঁর পরিবার। তার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন ফালু দাস। কিন্তু সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ফলে ফালু দাসের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ ফালু দাসের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে গুয়াহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ডিটেনশন ক্যাম্পে চরম অবহেলা এবং বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ফালু দাসের, অভিযোগ পরিবারের

ফালু দাসের পরিবারের অভিযোগ যে মিথ্যা নয়, তার প্রমান পাওয়া গেলো আসাম সরকারের ঘোষণায়। আসাম সরকার গতকাল ঘোষণা করেছে যে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের খাওয়া ঠিক হচ্ছে কিনা এবং স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সরকার একটি কমিটি গঠন করবে।