ব
বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রতিবাদে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কলকাতার আসাম হাউসে বিক্ষোভ দেখালো হিন্দু সংহতির কয়েকশ কর্মী। নেতৃত্বে হিন্দু সংহতির সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য। গতকাল ২৪ শে অক্টোবর, এই বিক্ষোভ সমাবেশ হয়। সেইসঙ্গে মিছিল থেকে দাবি তোলা হয় বাঙালি হিন্দুদের রক্ষাকবচ কেন্দ্রীয় সরকারের জোড়া নোটিফিকেশন যেন দ্রুত আসামে কার্যকর করা হয়। মিছিল শেষে আসাম সরকারের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হয় হিন্দু সংহতির পক্ষ থেকে। প্রসঙ্গত হিন্দু সংহতির আসাম শাখা দীর্ঘদিন ধরে বাঙালি হিন্দুদের সুরক্ষায় এবং নাগরিকত্বের দাবিতে আসামে আন্দোলন করছে। সেই স্মারকলিপি দেওয়ার পর হিন্দু সংহতির সর্ব ভারতীয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন যে হিন্দুদের নাগরিকত্ব দেবার অধিকার কারোর নেই। হিন্দুরা ভারতের ভূমিপুত্র। সেইসঙ্গে আসামে সদ্য হওয়া NRC বাতিলের দাবি তোলেন। কারণ হিসেবে তিনি বলেন যে আসামে NRC তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তার ফলে কয়েক লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ পড়েছে। অবিলম্বে সেই তালিকা বাতিল করে বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে। এই কর্মসূচিতে হিন্দু সংহতির অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।
হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রতিবাদে কলকাতায় আসাম হাউসে বিক্ষোভ হিন্দু সংহতির
