ব
বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের জোড়া নোটিফিকেশন আসামে কার্যকর করার দাবিতে আসামে বিশাল মশাল মিছিল করলো হিন্দু সংহতি। গতকাল ২২শে অক্টোবর, আসামের শিলচর শহরে এই মিছিল হয়। মিছিলের শুরুতে ডিটেনশন ক্যাম্পে মৃত দুলাল পালের ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং তাকে স্মরণ করা হয়।মিছিলে হাজার হাজার যুবক-যুবতী মশাল হাতে বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রতিবাদে সামিল হয়। সেইসঙ্গে দ্রুত কেন্দ্রীয় সরকারের জোড়া নোটিফিকেশন কার্যকর করার দাবি তোলা হয় মিছিল থেকে। মিছিল শিলচর শহর পরিক্রমা করে। এই মিছিলে হিন্দু সংহতির তোলা শক্ত দাবিগুলো আসামের নাগরিকত্বহীন, হতভাগ্য বাঙালি হিন্দুদের মনে আশা-ভরসা জুগিয়েছে। সেইসঙ্গে বাঙালি হিন্দুদের মনে আলোড়ন সৃষ্টি করেছে হিন্দু সংহতির এই মশাল মিছিল।
বাঙালি হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রতিবাদে আসামে মশাল মিছিল হিন্দু সংহতির

Ami Hindu ami ghorvito ami hundu……🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
LikeLike
আমি একজন কট্টর হিন্দু আমি সর্বদাই হিন্দু র পাশে আছি অবিলম্বে হিন্দুদের ডিটেনশন ক্যাম্প থেকে নিজনিজ বাসস্থানে পাঠানো হোক নতুবা এই সরকারের আয়ুষ্কাল খুবই কম
LikeLike